জীবন ভেলা

রহস্যময়ী নারী (জুলাই ২০১৬)

আজহারুল ইসলাম সোহাগ
  • ৪৩
অতীতের দিন গুলো ভাবতে ভবতে
যখন আর পারছিলাম না,
মনের গহ্বর পটের দিকে
ফিরে তাকালেই মনে হত,
কবে পাব দেখা তার।
সে দিন এমনি করে তোমার সাথে
দেখা হয়ে গেল,
চলতে চলতে চলার পথে।
তোমার ছবিটা যখন
রূপোর পরতে বাধা অ্যালবামে,
তোমায় প্রথম দেখেছিলাম
সে থেকে ভাল লাগা।
তোমার সাথে কথা বলতে গিয়ে
মোটেও ভয় করেনি,
শধু ভেবেছিলাম তুমি আমায়
কিভাবে নিবে।
তোমার নাম ধরে যখন ডেকেছি,
হয়ত অনেক চমকে গিয়েছ,
জানিনা আমায় চিনতে পেরে
তুমি কি ভেবেছিলে তখন,
দূর আলাপনের সময় যা ভেবেছিলে
মনের কল্পনাতে,
হয়ত কল্পনাতে আঁকা ছবির
কোন মিলই খোজে পাওনি।
তুমি খুব লজ্জা পেয়েছিলে;
আমি তোমার হাতে হাত
রাখতে চেয়েছিলাম,
যদি হাটতাম তখন না হয়
বা হাতটা ধরতাম,
বসে থাকলে কি বা হাত ধরা যায়
যদি তুমি আমার সামনে থাক?
আমার মনের কথা তোমায় বলেছি
কিন্তু তুমি কেন যে না করে দিলে,
এখনো ভাবতে নিলে আমার
এক কাল ফুরিয়ে যায়।
তারপরত আমরা ভাল বন্ধু ছিলাম,
তাইনা, আমার আকাশে বৃষ্টি হয়ে
তুমি ঝরতে ছিলে অবিরাম।
কিন্তু জন্ম আমার চলে গেল
ভেবেছিলাম ডাকবে তুমি,
আদর করে একটু ওরে,
সব যে আমার বৃথা গেল।
একাত্তরের গিয়ে আমি
তোমার মাঝে লোকিয়ে ছিলাম,
অধরের ধংশন তোমার গোপন বুকে
আগুন জালাতে বেশী সময় লাগেনি,
কিছুক্ষণের মধ্যেই তুমি সে ধংশনে
হাড়িয়ে গেলে।
অবিরাম পথের যাত্রায়।
তোমায় নিয়ে ঘুড়তে যাওয়া
নদীর পার বেয়ে ও পারের গ্রামে।
সে থেকে তুমি আমার
বন্ধুর চেয়েও অনেক কিছু
হয়ে গেলে এ হৃদয়ে।
তুমি কি জান
তোমার তাপ বিদ্যুত কেন্দ্রে
কতাটা জ্বালনী লাগে,
বাষ্প উৎগিরণ করতে।
বাষ্পের শেষ ফোটা পর্যন্ত
উৎগিরণ করতে কতটা তাপের প্রয়োজন,
আমি বুঝে ছিলাম সে দিন,
তোমার তাপ বিদ্যুত কেন্দ্র সচল রাখতে
আমার কতটা জ্বালানী খরচ হয়েছে।
সে উৎপাদিত বিদ্যুতের মত
আমার ভালবাসা ও গতি পেল,
বিদ্যুতের বেগের মত।
বিদ্যুত ক্ষণেকে ফুরিয়ে যায় একে ধরা যায়না,
তাতে আবার জ্বালনী পুড়ানোর
দরকার পরে।
জ্বালনী ফুরিয়ে যায় তাতে কি,
কুয়ার পানির মত জমিয়ে রাখি,
আমাকেই যে তোমার তাপ বিদ্যুত কেন্দ্র
জিয়িয়ে রাখতে হাবে।
তোমার ঢং, তোমার রং,
তোমার হাসি, তোমার চাহনি,
আমি হাড়িয়ে যায় অতল গহীনে।
তোমার ভাঙ্গা ভাঙ্গা কান্নার স্বর,
আমায় অস্থির করে রাখে।
আর ভাবি তোমায় বাসব ভাল,
করতে আপন আরো আপন।
তোমর মুখে ভালবাসার ডাক
শুনলে আমি বিভোর হয়ে যায়।
তোমার কথা না শুনতে পেলে,
রাত্রি আমার না যে ফোরায়।
আসছে সে দিন, যে দিন;
তুমি হবে লক্ষি আমর এ হৃদয়ে ।
আমার প্রণের মাঝে কারবে খেলা
বেলা-অবেলা,
এখন আমার স্বপ্ন শধু তোমায় ঘিড়ে,
সে স্বপ্নে আসব মোরা,
জাগব মোরা সাত-সকালে
এভাবেই করব মোরা,
প্রাণের খেলা দোহার মাঝে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কামরুল ইসলাম এ যে বিশাল গীতি কবিতা!
কাজী জাহাঙ্গীর কোথায় আলস্য, এতো দেখি নিরলস প্রেম প্রেম খেলা, কি লিখতে এলাম কি লিখে যাচ্ছি তোয়াক্কা কিসের প্রেম তটিনি তরঙ্গে উদ্দাম ছুটে চলা......। আমার পাতায় আমন্ত্রণ।
এই মেঘ এই রোদ্দুর আরো লিখুন । লিখতে থাকুন অবিরত । আমার পাতায় আমন্ত্রণ
গোবিন্দ বীন সে স্বপ্নে আসব মোরা, জাগব মোরা সাত-সকালে এভাবেই করব মোরা, প্রাণের খেলা দোহার মাঝে।।ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

০২ অক্টোবর - ২০১৩ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪